1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আশাশুনিতে ওয়াজেদ ফকির সরকারি খাস জমি নিজের নামে নিয়ে বিক্রি করায় এলাকা বাসীর ক্ষোভ! মুজিবনগর সরকার: স্বাধীন বাংলাদেশের সূচনা-লিপি তেকোটা প্রতিভার আয়োজনে বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাছিম: সত্যের পথের এক নিবেদিত সংগ্রামী সিটিজি প্রপার্টি স্পোর্টস একাডেমি আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের জন্য ৩৫,০০০ টাকা পুরস্কার! ওসি মোঃ আফতাব উদ্দিনের দক্ষ নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সক্রিয় সদস্য গ্রেফতার বেঈমানের ভিড়ে একলা সত্যের যোদ্ধা: আমি নাছিম সাদিয়ার আম্মু এবং এক অচেনা হৃদয়দ্বার চান্দগাঁও থানার গৌরব—২য়বারের মতো সেরা ওসি নির্বাচিত আফতাব উদ্দিন, প্রশংসায় ভাসছেন পুলিশ কমিশনার হাসিব আজিজ” হানি ট্র্যাপ’ চক্রের নেপথ্যে: রাষ্ট্রদূত, ব্ল্যাকমেইল ও মডেল মেঘনা আলমের রহস্যঘেরা জগত!

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় নকলার সোহেল রানা চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে
হাফিজুর রহমান লাভলু ,শেরপুর থেকে।।

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতা-২০২৪ চ্যাম্পিয়ন হয়েছেন নকলা উপজেলা ক্রীড়া সংস্থার দাবা খেলোয়াড় সোহেল রানা। তিনি ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় সাত জয়, এক পরাজয় ও এক ড্র-তে সাড়ে ৭ পয়েন্ট অর্জন করে শিরোপা লাভ করেন।

২৪ মে শুক্রবার রাতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিনলায়তনে অনুষ্ঠিত শেষ রাউন্ডে সোহেল রানা সাদা নিয়ে খেলে সদরের মো. শাহজাহানকে পরাজিত করেন। শেষ রাউন্ডে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করে শেরপুর ডিস্ট্রিক্ট চেস কমিউনিটির ডা. এ.এস.এম. আবিদ হাসান অন্তর ও  দাবা ক্লাব শেরপুরে তরুণ দাবাড় সামিউর রহমান রিয়ান সমান ৭ পয়েন্ট করে পেয়েছেন। কিন্তু বুলশজ ট্রাইব্রেকিং পদ্ধতিতে ডা. আবিদ হাসান রানারআপ ও রিয়ান ৩য় হয়েছেন। শেষ রাউন্ডে শাকিল আহমেদকে হারিয়ে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে জাহিদুল ইলসাম রাব্বী ৪র্থ স্থান লাভ করেছেন। চারজন দাবা খেলোয়াড় সমান ৬ পয়েন্ট করে অর্জন করলেও ট্রাইব্রেকিংয়ে মো. শাহজাহান ৫ম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ৬ষ্ঠ, মোহাম্মদ আমিনুল ইসলাম ৭ম ও মো. আবু সালেহ ৮ম স্থান লাভ করেছেন। এককালের তুখোড় দাবাড়ু, সাবেক জেলা চ্যাম্পিয়ন মো. আতিকুর রহমান স্বপন সাড়ে ৫ পয়েন্ট নিয়ে এবার ৯ম হয়েছেন। একই পয়েন্ট পেয়ে শাকিল আহমেদ, রাজবাহাদুর রাজীব ও মুজাহিদুল ইসলাম মমিন যথাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ হয়েছেন।
ডিএসএ দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় এবারের ডিএসএ দাবা প্রতিযোগিতায় ৫ উপজেলার ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপকে ট্রফি, নগদ প্রাইজমানি, সনদপত্র ও মেডেল প্রদান করা হবে। এছাড়া ৩য় থেকে ৫ম স্থান পর্যন্ত খেলোয়াড়দের প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হবে। উদীয়মান সেরা খেলোয়াড় হিসেবে মো. নাসিমুল হাসান নয়ন ও তৃণমুলে দাবা উন্নয়নে অবদান রাখায় শেরপুর ডিস্ট্রিক্ট চেস কমিউনিটির সভাপতি বিশিষ্ট দাবা খেলোয়াড় মো. আ. রউফ আজিজকে বিশেষ সম্মাণনা প্রদান করা হবে। আগামী ৩১ মে থেকে একই ভেন্যুতে বিকাল ৩টা থেকে শুরু হবে স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। সাত রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত স্কুল দাবা প্রতিয়াগিতায় জেলার ৯টি স্কুলের ৩৭ জন ক্ষুদে দাবাড় অংশগ্রহণ করছে। স্কুল দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের পুরষ্কার প্রদান করা হবে।
শেরপুর ডিএসএ’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত জানান, ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট