হোটেল ইন্টার কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল হোটেল অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল নির্বাচনে অনেকদিন পর একটি আনন্দঘন নির্বাচন অনুষ্ঠিত হলো। অনেকদিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা ফোরামের হস্তক্ষেপ বাদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ফেডারেশন নির্বাচনের আগেই দেখা যায় জেলা ফোরামের দৌড় ঝাপ।এবার দেখা যায়নি মিকু সাহেবদের লাফালাফি. তাদের ছিল না জেলা ও বিভাগের। সফর এবং ফোরামের দেওয়ার একটি তালিকা। আগেই বলতো ফোরামোর জেলা থেকে কোন পদে যাবে তারা নিজেরাই ভাগ করে দিত। তাই বলা যায় এবার ফোরাম মুক্ত নির্বাচনে হয়েছে।
১৩৩ জন ভোটার ২১ টি পদের জন্য নির্বাচনে ভোট দিতে আসেন পূর্বেই সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের অন্যতম সংগঠক ইমরুল হাসান। সভাপতি পদে তাবিথ আউয়াল ১৩৩ ভোটের মধ্যে ১২৩ টি ভোট পেয়েছেন। এটি সভাপতির জন্য একচেটিয়া ভোটের অর্জন বলা যায়। অন্যান্য ফেডারেশনে যেমন সাধারণ সম্পাদকের আধিপত্য দেখা যায় ফুটবল ক্রিকেটে বেশি দেখা যায় সভাপতি আধিপত্য। অন্যান্য ফেডারেশন গুলি যেমন ইচ্ছা করলে অ্যাডহক কমিটি গঠন করতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবল ক্রিকেটের তেমনি সুযোগ নাই।
তাই তাদের বাধ্য হয়ে নির্বাচন দিতে হয়। এইবারে নির্বাচনে প্রায় পাঁচ জন মহিলা পদপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। বাকি সদস্যদের নির্বাচনের ফলাফল চলমান ছিল। এখন দেখার বিষয় কাজী সালাউদ্দিন এর রেখে যাওয়া বর্তমান সভাপতি বাংলাদেশ ফুটবল কত দূর নিয়ে যেতে পারেন।