1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
আশাশুনিতে ওয়াজেদ ফকির সরকারি খাস জমি নিজের নামে নিয়ে বিক্রি করায় এলাকা বাসীর ক্ষোভ! মুজিবনগর সরকার: স্বাধীন বাংলাদেশের সূচনা-লিপি তেকোটা প্রতিভার আয়োজনে বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাছিম: সত্যের পথের এক নিবেদিত সংগ্রামী সিটিজি প্রপার্টি স্পোর্টস একাডেমি আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের জন্য ৩৫,০০০ টাকা পুরস্কার! ওসি মোঃ আফতাব উদ্দিনের দক্ষ নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সক্রিয় সদস্য গ্রেফতার বেঈমানের ভিড়ে একলা সত্যের যোদ্ধা: আমি নাছিম সাদিয়ার আম্মু এবং এক অচেনা হৃদয়দ্বার চান্দগাঁও থানার গৌরব—২য়বারের মতো সেরা ওসি নির্বাচিত আফতাব উদ্দিন, প্রশংসায় ভাসছেন পুলিশ কমিশনার হাসিব আজিজ” হানি ট্র্যাপ’ চক্রের নেপথ্যে: রাষ্ট্রদূত, ব্ল্যাকমেইল ও মডেল মেঘনা আলমের রহস্যঘেরা জগত!

বাটালি হীলে শতায়ু অঙ্গনের শীতের পিঠায় মিস্টি সকালের গল্প”

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

শীতল হাওয়ায় আসে ভোরের প্রথম ছোঁয়া, বাটালি হীলের ওপরে নীরবতা ছুঁয়ে থাকা মেঘেরা দেখে শরীর চর্চার দৃপ্ত আঙ্গন, শতায়ুর ছন্দে জীবনের দোল। পাহাড়ের কোলে, উঁচুতে উঠন্ত দুই কিশোরী তরুণীর সাক্ষাৎ-তাদের নাম।”সাবাহ মাহিরা” আর “নাজিফা সানা”নামের মতোই তারা যেন স্বপ্নের রানী দু’জন, হাসিমাখা মুখে মিশে আছে যেন চাঁদের আলো,কথায় কথায় ঝরে স্নিগ্ধতার মধুর বাণী। তাদের হাসির ঝংকারে মনের কোলাহল থামে, চোখে স্বপ্নের রঙিন ছবি আঁকে অবিরাম,
এমন কোমলতায় ডুবে যায় কিশোর বেলার স্মৃতি, যেন কবিতার পঙ্‌ক্তিতে বোনা মধুর প্রতিচ্ছবি। এর মাঝেই আনন্দের তরে সাজিয়ে রেখেছে পিঠার সাদামাটা আয়োজন, মনে শান্তি আর মুখে হাসির ছাপ—এক অমল দিনের গল্প দিয়ে আজ দিনের সূচনা, সাথে সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল-সকালের শুভেচ্ছা- প্রতিদিনের মতো আজও আমার দিনের শুরু হয় ভোরের শান্ত বাতাসে হাঁটাহাঁটি দিয়ে। সূর্যের প্রথম কিরণটি গায়ে লাগার আগেই ছুটে চলি প্রকৃতির নৈঃশব্দ্যে বাটালি হীলের সবুজ গাছপালা ঘেরা আঁকাবাঁকা পথ ধরে। আজ শুক্রবার, তাই শরীরচর্চার সাথী বন্ধুরা অনেকেই এসেছে; চেনা-অচেনা মুখের মাঝে বিশেষ এক উষ্ণতার স্রোত বইছে।

পাহাড়ের এই উচ্চতায় দাঁড়িয়ে মনে হলো, শহরের কোলাহল থেকে দূরে এখানে যেন প্রকৃতির নিঃশ্বাস স্পষ্ট শোনা যায়। তবে আজকের সকালটি সত্যিই একটু ভিন্ন। দূর থেকে নজরে এলো, দুটি দম্পতি পিঠার গাড়ি নিয়ে চলে এসেছে পাহাড়ের এই উঁচুতে। সকলে যেমন অবাক, তেমনই খুশিতে ভরে গেল মন। কারা এই আয়োজন করল জানি না, কিন্তু এমন আয়োজন যেন শীতের সকালকে আরও স্নিগ্ধ করে তুলল। পিঠার গরম গরম চিতল আর ভাপার সুমিষ্ট সুবাসে সবার মন ভরে উঠল। পিঠার প্রথম কামড় দিতেই মনে হলো, এই স্বাদে যেন শীতের হিমেল হাওয়ার একটি আলাদা ভাষা রয়েছে। একে একে মিষ্টি নারকেলের ভাপা পিঠা, নরম সাদা চিতল, আর গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে সকলে যেন শীতের আগমনী বার্তা অনুভব করতে লাগল। এই মনোমুগ্ধকর মুহূর্তের মাঝে পরিচয় হলো দুই কিশোরী উঠন্ত তরুণী সাথে। তাদের সরল হাসি, উচ্ছলতায় ভরা মুখ, আর জীবনের রঙিন স্বপ্নগুলো যেন আমার অতীতের কিশোর বেলাটাকে মনে করিয়ে দিল। তাদের সাথে কথা বলতে বলতে নিজের সেই সোনালি কিশোর জীবনে ফিরে গেলাম। মনে হলো, কৈশোর যেন এক অবিনাশী অনুভূতির নাম, যা কখনো হারায় না—শুধু ভিন্ন সময়ে ভিন্ন রূপে ফিরে আসে। কিশোরীর চোখে চোখ রেখে তাদের ভাবনাগুলো শোনার সময় মনে হলো, এই সরলতা, এই জীবনবোধকে সাহিত্যিক ভাষায় তুলে ধরতে পারলে এক অনবদ্য গল্প হবে। তাদের প্রাণশক্তি, ভবিষ্যতের প্রতি অসীম আশা, আর জীবনের অমল স্বপ্নগুলোকে আমার কলমে ধরে রাখার ইচ্ছে হলো। সেই সুবাদে মনে হলো- আমার জন্য আজকের সকালটি যেন হয়ে উঠল এক অভূতপূর্ব স্মৃতি। প্রিয় সাথীদের সাথে শীতের পিঠা, চা আর শীতল হাওয়ার স্পর্শ, তার সাথে কৈশোরের মধুর স্মৃতি যেন সমস্ত হৃদয়জুড়ে উষ্ণতার এক অদৃশ্য আভা এনে দিল। এমন এক সকালের জন্য আমার মনের গহীনে কৃতজ্ঞতার এক নীরব সুর বাজতে লাগল। আবারওপুনরায় বলছি-আজকের সকালটা যেন এক বিশেষ উৎসবের মতো হয়ে উঠেছিল। বাটালি হিলের সবুজে ঘেরা পরিবেশ, সতেজ বাতাস, আর প্রাণবন্ত হাসিতে পূর্ণ ছিল শতায়ু অঙ্গনের পীঠার আয়োজন। শরীর চর্চার এই প্রতিদিনের পরিসরে আজ যোগ দিলো কলেজ পড়ুয়া দুই বাঙালি কিশোরি তরুণী , তাদের সাথে আরো তিনজন বিদেশি মেয়ে। সবার একসাথে এসে যেন আড্ডার এক বিশেষ আবহ তৈরি হলো। সবার মাঝে অদ্ভুত এক প্রাণের সঞ্চার—যেন এক নতুন বন্ধনের সূচনা। খোরশেদ তার ক্যামেরার লেন্সে বন্দি করলো এই মুহূর্তগুলো; অন্যদিকে বন্ধু রিয়াজের মোবাইলে ধরা পড়লো আরও কিছু আবেগঘন মুহূর্ত। চারপাশে এত হাসি, এত আনন্দের উচ্ছ্বাস যেন প্রকৃতিও আজ হাসিতে মেতে উঠেছে। কেউ কেউ গল্পে মগ্ন, কেউ বা ছবি তুলতে ব্যস্ত। বিদেশি মেয়েগুলোও যেন বাঙালি কিশোরীদের সাথে এমনভাবে মিশে গেলো, যেনো এটাই তাদের প্রথম পরিচয় নয়, বরং বহুদিনের চেনা-জানা সম্পর্ক।
আজকের আড্ডায় আর শরীর চর্চায় আলাদা একটা আনন্দ ছিল। হয়তো এর পেছনে কারণ ছিল বহুজাতিক সেই বন্ধুত্বের আবেশ, যেখানে জাতির ভেদাভেদ নেই, শুধু আন্তরিকতার মেলবন্ধন। বাটালি হিলের শতায়ু অঙ্গনে এমন প্রাণবন্ত এক সকালের সাক্ষী হয়ে, সবাই যেন এক নতুন উষ্ণতার অনুভূতি নিয়ে বাড়ি ফিরলো।
এমন সকালগুলো স্মৃতির অমূল্য রত্ন হয়ে থাকে—যেখানে প্রকৃতি, বন্ধুত্ব আর হাসি একসাথে মিশে এক নতুন জীবনের আমেজ সৃষ্টি করে। এই কিশোরি তরুণী দুজনের, দুটি উদাসীন চোখ বুকে জমা স্বপ্ন, পথচলা নিরব শোক। অজানা ভাবনার ছায়া মনে গভীর যেন কোন অভিমানে বাঁধা, মুখে নেই স্থির। বুকের ভিতর ছোট্ট ঢেউ, হিম শীতল কান্না কেউ বোঝেনা সেই কষ্ট, কেউ খোঁজেনা জানা। কোন অভিমান স্নিগ্ধতার মাঝেও থাকে গোপন, কখনো কেউ যদি বুঝত তাদের মনের এই বেদন। দুটি কিশোর হৃদয়ে জমেছে অনেক কথা, না বলা ব্যথায় কেটে যায় রাত্রির ব্যথা। তারা দেখে আলো-ছায়ার খেলা এই পৃথিবীতে ভাগ্য কি তাদের ডাকছে কোন নতুন গোপন প্রীতিতে? হয়তো একদিন ভাঙবে এই নীরবতার বাঁধন সৃষ্টি করবে তারা তাদের নিজস্ব পথের প্রাঙ্গণ। তাদের ভাবনার ফুল ফুটবে সাহসের ভাষায় অজানা সেই গল্প রবে না আর আড়ালে ছায়ায়। তবু এখনো তারা নিরবে হাঁটে, একাকী স্বপ্ন দেখে নির্মল এক শৈশব যেন কারো নজরেই না থাকে। তাদের জন্য লিখে যাবো, তারা জানুক আমার কথা -অজানা ভাবনার মাঝে থাকুক আমার ভালোবাসার চিহ্ন।
-লেখক, সাংবাদিক, কথা সাহিত্যিক, গবেষক ও
টেলিভিশন উপস্থাপক, ০১৭১১৭২২২৪৭,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট