কাউনিয়া প্রনিধি:কাউনিয়া জিসাসের আহ্বান কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার জিন্না চম্পা কমপ্লেস সন্ধ্যা সাতটায় আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোজহারুল ইসলাম বাবলু সদস্য সচিব কাউনিয়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর চৌধুরীর লিটন যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি, আখতারুজ্জামান মন্ডল যুগ্ম-বায়ক উপজেলা বিএনপি, আব্দুর রহিম যুগ্ন-আব্বায়ক উপজেলা বিএনপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শিপন আহবায়ক জিয়া সাংস্কৃতি সংগঠন রংপুর জেলা। প্রধান আলোচক সাইফুল ইসলাম শিপন বলেন কাউনিয়া উপজেলা জিয়া সাংস্কৃতিক জোট( জিসাস)কাউনিয়ায় নতুন ভাবে রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করবে।
সবাই সভাপতিত্ব করেন শাহিনুজ্জামান শাহিন সদস্য সচিব জিয়া সংস্কৃতি সংগঠন রংপুর জেলা।
আলোচনা শেষে আহসান হাবীব তুহিনকে জিয়া সংস্কৃতি সংগঠন( জিসাস) কাউনিয়া উপজেলা আহবায়ক, জিয়ারুল রহমান জিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে ১০৫ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।