১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী থানার পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের। থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর নেতৃত্বে থানার পুলিশ বাহিনী সকাল ৬:২৫ মিনিটে বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিশেষভাবে স্মরণ করা হয় রাজারবাগ পুলিশ লাইনের সেই বীর শহীদদের, যারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে ঘুমন্ত অবস্থায় জীবন উৎসর্গ করেছিলেন। পুলিশ বাহিনীর এই অসীম সাহস ও আত্মত্যাগ মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। পুষ্পস্তবক অর্পণের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি আনুষ্ঠানিক সম্মান জানানো হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। অনুষ্ঠানে থানার কর্মকর্তারা শহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেন।