বিজয় দিবস। আমাদের বাঙালী জাতীর জীবনের স্মরণীয় একটি দিন।আজকের এই দিনটি রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশের সবর্ত্র জায়গায় বিজয় দিবস হিসেবে উৎযাপিত করা হয়।একটু যদি পিছনে ফিরে তাকাই,আজকের এই দিনে ১৯৭১সালে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজকের এই বিজয় এর দিন।সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা যেনো নিজেদের দেশকে একটি সুন্দর এবং স্বাধীন দেশ হিসেবে মর্যাদা সহিত সম্মানাজ্জ্বল রাখতে পারি।আমরা যেনো সেই সব মহান ব্যক্তিদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মর্যাদা এবং প্রাপ্য সম্মান যেনো ধরে রাখতে পারি। তাদের সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ জানাই।আজকে এই মহান ও স্মরণীয় বিজয় দিবস উপলক্ষ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুমিল্লা বিভাগীয়, কেন্দ্রীয় সাংসদ সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন উপরোক্ত আলোচনা করেন, উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান আলী শিপন, সিনিয়র যুগ্ম-সচিব মোঃ গিয়াস উদ্দিন, উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাবেক সাধারন সম্পাদক সার্জেন্ট (অব) মোঃ সাইফুল ইসলাম, সাবেক অর্থ-বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আজগর, সাবেক সহ-সাংগঠনিক মোঃ মহি উদ্দিন রবিন, উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ এনামুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ এইচ এম আজাদ, এবং বিভিন্ন নেতাকর্মী অনেকে।