ইলমান নাফিয়া নূরানী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের উদ্বোধন। দ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ড গাবুরায় এই নূরানী কিন্ডার গার্টেন এর শুভ উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক কে এম আব্দুল মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
ইলমান নাফিয়া অর্থ উপকারি জ্ঞান। গত ২১ ডিসেম্বর বিকালে এই কিন্ডার গার্টেন এন্ড স্কুলের উদ্বোধন করেন ওই এলাকার বিশিষ্ট সাংবাদিক কে এম আব্দুল মজিদ। ইলমান নাফিয়া নূরানী কিন্ডার গার্টেন এন্ড স্কুল এখানে গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ভিন্ন ধারার একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে যেখানে আদর্শ নূরানী ধারার একই সাথে আরবি, বাংলা গনিত ও ইংরেজি বিষয় সমান ভাবে শিক্ষা দেওয়া হবে। কোমলমতি শিশুদের হাতে খড়ি দিয়ে শিক্ষা শুরু হবে এবং একই সাথে ইসলামী আকিদা,সহি শুদ্ধভাবে নামাজ প্রাত্যহিক জীবনের আচার-আচরণ শিক্ষা দেওয়া হবে। এলাকার গরীব মানুষের সন্তান যারা ভাল বেতন দিয়ে প্রাইভেট পড়তে না পারার কারণে ভাল রেজাল্ট করতে পারেনা তাদের খুব কম বেতনে এখানে যত্ন সহকারে প্রাইভেট পড়ানো কর্মসূচিসহ এলাকার সকল স্তরের ছাত্র- যাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রাইভেট পড়ানোসহ বয়স্কদের কুরআন ও সহিহ শুদ্ধ ভাবে নামায আদায় ও পরবর্তীতে একটি মহিলা হেফজখানা করা হবে। আগামী ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের সময় কয়েকজন অভিভাবক ভর্তি ফর্ম পূরণ করে তাদের সন্তান ইলমান নাফিয়া নূরানী কিন্ডার গার্টেন এন্ড স্কুলে ভর্তি করেন। আদর্শ নূরানীতে ভর্তির সাড়া সন্তোষজনক। ইলমান নাফিয়া নূরানী কিন্ডার গার্টেন স্কুলটির পরিচালনার সার্বিক দায়িত্বে আছেন মোঃ হাফিজুল ইসলাম।
ইলমান নাফিয়া নূরানী কিন্ডার গার্টেন এন্ড স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. ইমদাদুল হক হেলালি, প্রভাষক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গাবুরা ২ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য জি এম গোলাম মোস্তফা, মাওলানা মোঃ লিয়াকত হোসেন , সুপার, লক্ষ্মিখালি দাখিল মাদ্রাসা, মাওলানা মোঃ আব্দুল হামিদ, ইসমাইল হাজারির প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রুহুল কুদ্দুস ( সাবেক অধ্যক্ষ)।