মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে পিঠা উৎসব ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলন ও পিঠা উৎসব ফিতা কাটা উদ্বোধন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী শুরু হয় এই মনোজ্ঞ ও সাংস্কৃতিক আয়োজন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম বোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক , সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাসাস সভাপতি হাসান জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন,বিদ্যালয়ের পরিচালক সদস্য মোঃ রুহুল আমিন , মোঃ কবির হোসেন ফরাজি ,,মোঃ সোলাইমান প্রধান , মোঃ তাইজুল ইসলাম , মোঃ রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিঠা উৎসব মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান এবাদুল হক বলেন বাংলার বিলুপ্ত হওয়া ঐতিহ্য জাগিয়ে তোলার জন্য মধ্য বাউশিয়া মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগ প্রশংসনীয়। তাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে শিক্ষার্থী অবিভাবক ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষের মনে সাড়া দিয়েছে। অতীতের পিঠা প্রতিযোগিতা মা-বোনদের মধ্যে জেগে উঠেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। মধ্য বাউসিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উপজেলার মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আনন্দ মেলায় পরিণত হয়েছে মধ্য বাউশিয়া আইডিয়াল এন্ড স্কুল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com