সাতকানিয়ায় একদল চিহ্নিত সন্ত্রাসীর হাতে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন দুবাই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আবসার। দেশে ফেরার পর থেকেই তাকে অপহরণ, মারধর ও চাঁদা দাবির মতো গুরুতর হুমকির মুখে পড়তে হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি পুলিশের আইজিপি এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। মোহাম্মদ আবসার জানান, তার সঙ্গে দুবাইতে থাকা কয়েকজন ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক ছিল। তিনি তাদের প্রায় ৪০ লাখ টাকা লাভ দিয়েছিলেন এবং তারা তার মাধ্যমে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছিল। ব্যবসার মন্দার কারণে তিনি কিছু সময়ের জন্য নিয়মিত লাভ দিতে না পারলেও, প্রায় সব অর্থ ফেরত দিয়েছেন বলে দাবি করেন। তবে, ব্যবসায়িক অংশীদাররা জোরপূর্বক চারটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং দেশে আসার পর তার কাছে আরো টাকা আদায়ের চেষ্টা করে। গত ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার ফুলতলা কিন্ডারগার্টেন স্কুলের সামনে থেকে অস্ত্রের মুখে মোহাম্মদ আবসার ও তার ছয় বছরের শিশু সন্তান মোহাম্মদ আব্দুল্লাহকে অপহরণ করে একদল সন্ত্রাসী। দুই ঘণ্টা পর তার ছেলেকে ছেড়ে দেওয়া হলেও, আবসারকে বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। প্রথমে তাকে চরতিতে একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর সিএনজিতে করে ডলুখালের পারে, চরতি খতির হাট হয়ে বনা পুকুরপাড়ের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টার দিকে ১ নম্বর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভয় দেখিয়ে অলিখিত তিনটি চেক, অলিখিত স্ট্যাম্প ও তার ভিসাসংযুক্ত পাসপোর্ট জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এমনকি তার সম্পত্তি সন্ত্রাসীদের নামে লিখে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে নগদ ৫ লাখ টাকা দিতে বাধ্য করা হয়। তার স্ত্রী ইশমত আরা বেগমের কাছে ফোন করে টাকা, চেক ও পাসপোর্ট নিয়ে আসার জন্য বলা হয় এবং নির্দেশ না মানলে তাকে হত্যা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
স্থানীয় জামায়াত নেতা নেজামের সহায়তায় তিনি কোনোভাবে মুক্তি পান। তবে মুক্তির পরও সন্ত্রাসীরা তার ও তার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সন্ত্রাসীরা ফুলতলা বাসায় গিয়ে পুনরায় আবসারকে তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরে বাসা ছেড়ে শহরে পালিয়ে যান। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার স্ত্রী ও সন্তানকেও সন্ত্রাসীরা হুমকি দিয়ে যাচ্ছে।
মোহাম্মদ আবসার অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা এতটাই প্রভাবশালী যে, থানায় অভিযোগ জানানোও কঠিন হয়ে পড়েছে। প্রবাসী ব্যবসায়ী হিসেবে দেশে ফিরে এমন পরিস্থিতির শিকার হওয়ায় তিনি হতাশ ও আতঙ্কিত। তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। এলাকাবাসীও প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছে, যাতে কোনো প্রবাসী দেশে ফিরে সন্ত্রাসীদের হাতে এমন বিপদের মুখে না পড়েন।