বিশিষ্ট সাংবাদিক, গবেষক, টেলিভিশন উপস্থাপক ও বিশ্ববরেণ্য লেখক মো. কামাল উদ্দিন, যিনি দৈনিক ভোরের আওয়াজ এবং The Daily Banner পত্রিকার যুগ্ম সম্পাদক, তাঁর লেখা “সাংবাদিক ও সংবাদপত্রের কথা” বইটি একুশে বইমেলায় আবির প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এটি সাংবাদিকতা ও সংবাদপত্রের ইতিহাস, নীতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে একটি গভীর গবেষণাধর্মী গ্রন্থ।
উদীয়মান সাংবাদিক ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি তানহা এই বইটি একুশে বইমেলার আবির প্রকাশন স্টল থেকে সংগ্রহ করেছেন এবং সকল সাংবাদিক বন্ধুদেরও এই মূল্যবান বইটি সংগ্রহের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এই বইটি সাংবাদিকতা পেশায় যারা আছেন কিংবা আগ্রহী, তাদের জন্য অবশ্যপাঠ্য। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। মো. কামাল উদ্দিন তার বইয়ে সাংবাদিকতার নীতিমালা, সংবাদপত্রের বিকাশ, নৈতিকতা, চ্যালেঞ্জ এবং গণমাধ্যমের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেছেন। তাই একুশে বইমেলায় সকল সাংবাদিক, পাঠক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রতি আহ্বান— এই বইটি সংগ্রহ করে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করুন।