একুশে বইমেলায় মোড়ক উন্মোচন হল বিশিষ্ট লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিনের নতুন বই “সাংবাদিক ও সংবাদপত্রের কথা”। এই বইটি সাংবাদিকদের জন্য গবেষণামূলক এবং সময়োপযোগী একটি কর্ম, যা তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে। বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপির নেতা শামা ওবায়েদ।
এ সময় তিনি বলেন, “দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন নির্ভীক মনোভাব নিয়ে সাংবাদিকতা করতে হলে, এই ধরনের গবেষণামূলক বই পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মো. কামাল উদ্দিনের ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ বইটি গণমাধ্যম কর্মীদের জন্য একটি দিকনির্দেশক বলে আমি মনে করি।”
শামা ওবায়েদ আরও বলেন, “সাংবাদিকতা একটি গুরুতর দায়িত্ব, যা সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। সাংবাদিকদের কাজ শুধু খবর সংগ্রহ বা পরিবেশন নয়, বরং এটি জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। তাই সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য লেখক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলা একাডেমির প্রতিনিধিরাও উপস্থিত থেকে বইটির উপর আলোচনা করেন। অনুষ্ঠানে দেশবরেণ্য লেখক, সাংবাদিক ও কবি মাহামুদুল হাসান নিজামী বক্তব্য রাখেন। তিনি বলেন, “সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন, কিন্তু তাদেরও নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। এ ধরনের বইগুলো সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।”
অনুষ্ঠানে আলোচকরা উল্লেখ করেন যে, মো. কামাল উদ্দিনের বইটি সাংবাদিকতার মৌলিক দিকগুলো তুলে ধরেছে এবং গণমাধ্যম কর্মীদের আরও গভীরভাবে চিন্তা করতে উত্সাহিত করবে। বইটি শুধু সাংবাদিকদের জন্য নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের জন্যও একটি গুরুত্বপূর্ণ পাঠ।
এ বইটি সাংবাদিকতা পেশার গুরুত্ব ও চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে সহায়তা করবে, এমনটি মনে করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।