২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে গণঅধিকার পরিষদ, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বুধবারে, লক্ষ্মীপুর রায়পুর পৌর এলাকার গুহা চায়নিজ অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদ কুমিল্লা আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসাইন বলেন, স্বাধীন সার্বভৌম, বৈষম্য ও দুর্নীতিমুক্ত, সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সকলেই সর্বদা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। দেশ ও জনগণের কল্যাণ সাধন, দেশ ও সমাজ থেকে সকল ধরনের বৈষম্য, অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রতিরোধ করা জন্য গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে এবং গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। সকলকে ঐক্য হয়ে কাঁধে-কাঁধ রেখে মিলেমিশে কাজ করতে বলেন। তিনি আর-ও বলেন, ডাকসুর সাবেক VP, জনগণের বন্ধু ও কেন্দ্রীয় সংসদ গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিশেষ অতিথি,,,গনঅধিকার পরিষদ, লক্ষ্মীপুর জেলা সাবেক আহ্বায়ক এডভোকেট নূর মোহাম্মদ, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক রমজান আলী শিপন, সাবেক সিনিয়র যুগ্ন সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক শৃঙ্খলা কমিটি মোঃ গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মো. সোহেল রানা, উক্ত আলোচনা সভাপতিত্ব করেন, লক্ষ্মীপুর জেলা গণপতিকার পরিষদের সাবেক যুগ্ন আহ্বায়ক বাহার হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক তানভীর হায়দার সোহেল ও বিভিন্ন নেতাকর্মী।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আবুল বাশার ভূঁইয়া। তিনি বলেন, “দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সভা বক্তারা দেশ ও জাতির কল্যানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সঞ্চালনায়: আব্দুল কুদ্দুস গণঅধিকার পরিষদের সম্মানিত সদস্য রায়পুর উপজেলা। ইফতার শেষে নুরুল হক নুরের মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রায়পুর বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ওসমান চত্বরে গিয়ে মিছিলটি সমাপ্তি ঘোষণা করেন।