ডামুড্যার বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী আনসার আলী শেখ(৫৪) নামে একজনকে ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার ডামুড্যা থানার চৌকস পুলিশের একটি টিম।
পুলিশ সূত্রে জানাযায় আনসার আলী শেখ (৫৪) পিতা মৃত আঃ আলী শেখ ডামুড্যা থানাধীন দক্ষিণ ডামুড্যা গ্রামের ৭নং নিবাসী এবং ডামুড্যা বাজারের সার ব্যাবসায়ী। তার বিরুদ্ধে ৪টি সিআর এবং ১টি জিআর মামলায় অভিযোগ এনে তাকে বিভিন্ন মেয়াদে সাজা সহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন শরীয়তপুর বিজ্ঞ দায়রা জজ আদালত। তার প্রেক্ষিতে আনসার আলী শেখ দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট ভুক্ত ফেরারি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল ১৯ এপ্রিল বিকাল ৫ টা ৪৫মি: এর সময় ডামুড্যা থানা কর্মরত এস আই (নিরস্র) অলিউল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম প্রযুক্তির সহায়তায় ঢাকা শাজাহানপুর থানার আওতা থেকে তাকে গ্রফতার করাহয়। এ বিষয় ডামুড্যা থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান মানিক বলেনঃ- বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিজ্ঞাবদ্ধ একটি বাহিনী। জেলা পুলিশ শরীয়তপুর যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আসামি আনসার আলী শেখকে নিন্ম উল্লেখিত ১। সিআর ১৩৫/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং ২৭/২৫, ধারা - এন,আই , এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১বছর সশ্রম কারাদণ্ড এবং ১১০০০০০/= এগারো লক্ষ টাকা জরিমানা। ২। সিআর ১১১/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং - ২৬/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ৬মাস সশ্রম কারাদণ্ড ৩০০০০০৳ জরিমানা। ৩। সিআর মামলা নং-৪৩৯/১৭, সিআর সাজা যাহার প্রসেস নং ৩৭/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত সাজা প্রাপ্ত। ৪। সিআর মামলা নং ২০৬/১৫, সিআর সাজা, যাহার প্রসেস নং -৩৬/২৫, ধারা-এন,আই, এ্যাক্ট১৮৮১এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০০০০৳ জরিমানা। ৫। সাভার মডেল থানা জিআর ৪০৯/২১ যাহার প্রসেস নং ২৭/২৫, অনুরূপ ধারায় ওয়ারেন্ট ভুক্ত মামলায় তাকে গ্রেফতার করাহয়। এবং তাকে আদালতে প্রেরন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com