চরণদ্বীপে 'পুলিশের সোর্স' সেজে ত্রাসের রাজত্ব: ইয়াবা, মদ ও অস্ত্র সিন্ডিকেট চালানোয় অভিযুক্ত ওয়াসিমের বিরুদ্ধে ডিআইজির জরুরি হস্তক্ষেপ দাবি"
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে মোঃ ওয়াসিম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয়ে সাধারণ মানুষের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। চিহ্নিত এই অপরাধীর বিরুদ্ধে মাদক, আগ্নেয়াস্ত্র, চাঁদাবাজি, চোরা কাঠ পাচারসহ একাধিক গুরুতর অভিযোগ উঠলেও এখনও সে প্রশাসনের চোখ এড়িয়ে নির্বিঘ্নে অপকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী দাবি করছে, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজির সরাসরি ও জরুরি হস্তক্ষেপ ছাড়া এই চক্রকে থামানো সম্ভব নয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, মোঃ ওয়াসিম (৪০), পিতা: মৃত আব্দুস চোবান, মোনাফ সওদাগর বাড়ি, পশ্চিম চরণদ্বীপ—এক সময় নদীপথে চোরা কাঠ পাচার করলেও বর্তমানে সে চোলাই মদ ও ইয়াবার একটি শক্তিশালী সিন্ডিকেট চালায়। প্রতিদিন শত শত লিটার দেশীয় তৈরি মদ সে কর্ণফুলী নদীপথে বোয়ালখালী, মোহরা, মদুনাঘাট, রাউজানসহ আশপাশের এলাকায় সরবরাহ করছে। অভিযোগ রয়েছে, মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবা ও অবৈধ আগ্নেয়াস্ত্র এনে স্থানীয় সন্ত্রাসীদের সরবরাহ করে ওয়াসিম। এসব অস্ত্র দিয়ে সে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে এবং তার মাদক ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। এলাকাবাসীর ভাষ্যমতে, ওয়াসিম বলে বেড়ায় – ‘আমার কথায় পুলিশ আসে, সেনাবাহিনী অভিযান চালায়’। এই ধরনের বক্তব্য প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। ওয়াসিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে বিভিন্ন নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করছে। তার ইন্ধনে ইতোমধ্যে কয়েকজন নিরপরাধ ব্যক্তি পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এলাকার সচেতন নাগরিকরা জানান, ওয়াসিম একদিকে যুব সমাজকে মাদকাসক্ত করছে, অন্যদিকে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। প্রশাসনের প্রতি আমাদের একটাই অনুরোধ—এখনই যদি সরকারি হস্তক্ষেপ না আসে, তাহলে এই অঞ্চলের ভবিষ্যৎ ভয়াবহ হয়ে উঠবে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যেখানে ওয়াসিমের বিস্তারিত অপরাধ ও প্রমাণসহ চিত্র তুলে ধরা হয়েছে।অভিযোগকারীর অনুরোধ—তার পরিচয় ও নিরাপত্তা যেন গোপন রাখা হয়। একজন অভিযোগকারী বলেন, “ওয়াসিম শুধু অপরাধীই না, সে একটি সামাজিক ব্যাধি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হলে গোটা চরণদ্বীপকেই তার নিয়ন্ত্রণে চলে যেতে হবে।” এ বিষয়ে বোয়ালখালী থানার এক সূত্র জানায়, বিষয়টি তারা খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অবিলম্বে মোঃ ওয়াসিম ও তার চক্রের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নিলে চরণদ্বীপসহ আশপাশের জনপদে সামাজিক বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন সচেতন মহল। এলাকাবাসীর এখন একটাই দাবি—ডিআইজি স্যারের সরাসরি ও দৃষ্টান্তমূলক হস্তক্ষেপ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com