"আমার ৩০তম বই ‘কথাসমগ্র ১’ আসছে পাঠকের হাতে"
তিন দশকেরও বেশি সময় ধরে লিখে চলেছি। সমাজ, সময়, মানুষ, শহর, সংশয়—সবকিছু নিয়েই লিখেছি। প্রতিটি লেখা আমার কাছে ছিল যেন আত্মার খসড়া, চিন্তার খাতায় লেখা একটি একটি পৃষ্ঠা। সেই দীর্ঘ পথচলারই একটি নতুন সংযোজন ‘কথাসমগ্র ১’—আমার ৩০তম বই।
এই বইয়ে রয়েছে আমার নির্বাচিত কথামালার সংগ্রহ—গল্প, স্মৃতিচারণ, মননচর্চা ও সময়ের সাক্ষ্য। কিছু লেখা লেখা হয়েছিল হঠাৎ জেগে ওঠা আবেগে, কিছু লেখা নির্মিত হয়েছে গভীর নিরীক্ষায়। সব মিলিয়ে ‘কথাসমগ্র ১’ হলো আমার লেখালেখির একটি নির্ভরযোগ্য দিগন্ত।
বইটির প্রচ্ছদ এঁকেছেন গুণী শিল্পী উত্তর সেন। তাঁর রঙ, রেখা ও বিমূর্ত চিত্রভাষা যেন আমার লেখার ভাবনাকে ছুঁয়ে গেছে নিখুঁতভাবে। প্রচ্ছদের ছায়ায় যে আলো-অন্ধকার খেলা করে, তা-ই তো আমার কথারও ভেতরের রূপ।
খুব শিগগিরই ‘কথাসমগ্র ১’ বাজারে আসছে। আশা করি, আগের মতো এবারও আপনাদের ভালোবাসা ও পাঠ থাকবে আমার পাশে। যারা শব্দের ভেতরে সময়ের স্পন্দন খুঁজে নিতে চান, তাদের জন্য এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা একটি খোলা জানালা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com