চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার কুখ্যাত সন্ত্রাসী বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী মেজবাহ উদ্দিন উজ্জল (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় এবং সেখান থেকেই মেজবাহকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, মেজবাহ একাধিক মামলার পলাতক আসামি এবং বার্মা সাইফুলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মেজবাহ এলাকায় চাঁদাবাজি, হুমকি-ধমকি এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বার্মা সাইফুলের নাম ব্যবহার করে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তার সাথে জড়িতদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com