চান্দগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৩ জন গ্রেফতার"
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রাতভর চলে এ সাঁড়াশি অভিযান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক তানভীর আহমেদ, এসআই আনিসুর রহমান, এসআই সুমন মিয়া, এসআই কাজী মনিরুল করিম, এসআই নুরুজ্জামান এবং এএসআই বিপ্লব ও শামীম রেজা। অভিযানে তাদের সঙ্গে ছিলেন একটি শক্তিশালী সঙ্গীয় পুলিশ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা চান্দগাঁও থানার অধীন বিভিন্ন এলাকায় একাধিক সময় রাজনৈতিক উসকানি ও সংঘবদ্ধ নাশকতা ঘটানোর চেষ্টা চালায়। তারা প্রকাশ্যে আগুন ধরিয়ে আতঙ্ক ছড়ানো, সরকারি কাজে বাধা প্রদান, জনমনে ভীতি সঞ্চার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে পুলিশের দাবি।
এদের মধ্যে উল্লেখযোগ্য গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোশারফ হোসেন (৩২), আব্দুর শুক্কুর (৫৬), মিরাজ (৩৪), সাইফুল ইসলাম (২০), সাকিব (১৯), ইসমাইল (২০), রাসেল (২৩), মিঠন (২৭), এরশাদ (৪৩), আবু বকর সিদ্দিক (২২), শাকিল (২৮), রহমত আলী (২০), রিয়াজ (৩২), সিরাজুল ইসলাম (৩৭), আমান উল্লাহ (৩২), সেলিম (৪২), আব্দুল্লাহ (২৬), তুষার (২৮), মানিক মিয়া (১৯) প্রমুখ। ওসি আফতাব উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চান্দগাঁওয়ের কিছু এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় একটি চক্র আবারও সহিংস কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এরপরই আমরা এই অভিযান পরিচালনা করি। গ্রেফতারদের বিরুদ্ধে পূর্বের মামলাগুলোর পাশাপাশি নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।" তিনি আরও বলেন, “এরা আগেও বিভিন্ন সময়ে থানার সামনে এবং আশপাশে অগ্নিসংযোগ, পুলিশকে লক্ষ্য করে হামলা, ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুর চালিয়েছে। তাদের কয়েকজন চিহ্নিত অপরাধী এবং নাশকতাকারী।”
গ্রেফতার অভিযানটি ভোর ৪টা ১০ মিনিটে শুরু হয়ে একটানা কয়েক ঘণ্টা চলতে থাকে। অভিযানের সময় বাহির সিগন্যাল, বোর্ড স্কুল এলাকা, জিকো কলোনীসহ চান্দগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘিরে রাখে পুলিশ। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com