বিগত তিন দশকেরও বেশি সময় ধরে আমি সাংবাদিকতার বৃত্তে ঘুরেছি অপরাধের আঁধার alleys-এ। দিনরাত খবরে-খবরে, তদন্তে-তদন্তে, প্রশ্নে-উত্তরে গেঁথে উঠেছে আমার অভিজ্ঞতার খাতা। সে খাতায় আছে শীর্ষ গোয়েন্দা সংস্থার কর্তার মুখর বাস্তবতা, আবার আছে পেশাদার খুনির ঠান্ডা মাথার হাসি। আছে কারাগারের কাহিনি, আদালতের নীরব অশ্রু, রাজনীতির ছায়ায় অপরাধ জগতের গডফাদারদের বিচরণ।
“অপরাধ কথা” শুধু খবরের পেছনের খবর নয়—এ এক অন্তরঙ্গ আলাপ। একান্ত আত্মদর্শন। পাঠকের সামনে খুলে ধরা হয়েছে সেই সব অজানা গল্প, যা খবরের কাগজের পাতায় স্থান পায়নি; কিন্তু সাংবাদিকের হৃদয়ে গভীর ক্ষতের মতো রয়ে গেছে। এই বই আসলে একটি আয়না, যেখানে আমাদের সমাজের অপরাধ ও ন্যায়বিচারের অনির্বচনীয় টানাপড়েন প্রতিফলিত হয়েছে সাহসের, সততার, আর শুদ্ধ অনুসন্ধানের ভাষায়।
এ বইটি আমি লিখেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য—তাদের জন্য যারা কলমকে শুধু প্রকাশের হাতিয়ার নয়, বরং ন্যায়বিচারের অস্ত্র করে তুলতে চায়। যারা সত্যকে ভালোবাসে, যাদের চোখে আগুন জ্বলে অন্যায়ের বিরুদ্ধে।
"অপরাধ কথা" এক অনুসন্ধানী সাংবাদিকের আত্মকথার মতো, আবার একটি দেশের নীরব ইতিহাসের দলিল। যে পাঠ করবে, সে শুধু অপরাধ জানবে না—সে সমাজের গভীরে কীভাবে অপরাধ জন্ম নেয়, কীভাবে তা প্রতিষ্ঠানের ছায়ায় লালিত হয়, আবার কীভাবে কিছু সাহসী মানুষ তার বিরুদ্ধে কলম তোলে—তাও বুঝবে।
আমি জানি, এই বই সবার জন্য নয়। এটি তাদের জন্য—যারা সত্যের পেছনে ছুটে, যারা ভয় পায় না অন্ধকারকে চিহ্নিত করতে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com