“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” — এই চিরন্তন বাণীকে হৃদয়ে ধারণ করে বহুল প্রচারিত ত্রৈমাসিক অরুণোদয়-এর ব্যবস্থাপনায় এবং প্রধান পৃষ্ঠপোষক সুইজারল্যান্ড প্রবাসী বাবু অরুণ জ্যোতি বড়ুয়া ও সীমা বড়ুয়া দম্পতির সন্তান উদয় জ্যোতি বড়ুয়ার শুভ জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল উদয় জ্যোতির জন্মদিন উপলক্ষে হোয়ারাপাড়া অগ্রসার বৌদ্ধ অনাথালয়, খাগড়াছড়ি সুজাতা অনাথ আশ্রম, মহামুনি বিধবা ও শিশু কল্যাণ কেন্দ্র, লামার রংখেদ শিশু সদন, আলীকদম পেন্নই শিক্ষালয়, বান্দরবানের শান্তমিত্র ম্রো অনাথ আশ্রম, টাইগার পাড়া রত্নপ্রিয় অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও অনাথ আশ্রম, বিনাজুরী অনাথ আশ্রম, খাগড়াছড়ি প্রজ্ঞাবংশ শিশু সদনসহ মোট ১১টি অনাথ আশ্রমে প্রায় ১০০১ জন কোমলমতি অনাথ শিশুর মাঝে একবেলা আহার দান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রত্যেক কেন্দ্রে কেক কেটে শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়া হয়। শিশুদের চোখেমুখে দেখা যায় উচ্ছ্বাস আর নির্মল আনন্দের ঝিলিক।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে উপস্থিত ছিলেন ত্রৈমাসিক অরুণোদয়-এর সম্পাদক এস. সুদত্ত বড়ুয়া, সহ-সম্পাদক রিপন বড়ুয়া, নির্বাহী সম্পাদক জুয়েল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী অনুপম বড়ুয়া, প্রচার সম্পাদক অনিক বড়ুয়া শুভ, সমদত্ত বড়ুয়া, অর্পন বড়ুয়াসহ আরও অনেকে।
এই মহতী কার্যক্রমে সবার সম্মিলিত প্রচেষ্টা অনাথ শিশুদের মনে এক টুকরো আনন্দ ও ভালোবাসার পরশ বুলিয়ে দেয়।