আজ ২৭শে এপ্রিল, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের শুভ জন্মদিন। তাঁর নেতৃত্বে আমরা ২০১৫ সাল থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছি এবং জনসচেতনতা গড়ে তুলেছি। জন্মদিনের এই শুভক্ষণে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কিছু কথা না বললেই নয়।"
"চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে ২০১৫ সাল থেকে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার পাশাপাশি নাগরিকদের মধ্যে সচেতনতার আলো জ্বালিয়ে চলেছি।"
চট্টগ্রাম—বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য ধারক। যুগ যুগ ধরে এই নগরী ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী। অথচ আজ চট্টগ্রাম তার যথাযথ সম্মান ও সম্ভাবনা অর্জন করতে পারেনি। অপরিকল্পিত উন্নয়ন, অব্যবস্থাপনা আর রাজনৈতিক স্বার্থের বলি হয়ে নগরীর সৌন্দর্য ও সম্ভাবনা দিন দিন নিঃশেষিত হচ্ছে। চট্টগ্রামবাসীর স্বপ্ন ছিল একটি বিশ্বমানের আধুনিক শহর, যেখানে থাকবে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন নগরজীবন এবং এক টেকসই পরিবেশ। কিন্তু বছরের পর বছর হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট খরচ হলেও বাস্তব চিত্র রয়ে গেছে হতাশাজনক। এই বাস্তবতার বিপরীতে একদল সচেতন নাগরিক, চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনের সংগ্রামী সৈনিকরা গত কয়েক দশক ধরে নিরলসভাবে লড়াই করে চলেছেন। তাঁদের অগ্রভাগে যিনি আছেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন—একজন রাজপথের পরীক্ষিত নেতা, আন্তর্জাতিক মানের আইনজীবী, মানবাধিকার সংগঠক, এবং এক অক্লান্ত উন্নয়নকর্মী। আশির দশকের শেষভাগ থেকে চট্টগ্রামের জন্য তাঁর আত্মত্যাগ, সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্ব আজও চট্টগ্রামবাসীর প্রেরণার উৎস।
১৯৮৮ সালে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণসংগ্রাম কমিটির ব্যানারে এস এম জামাল উদ্দিন ও ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন গড়ে ওঠে। ১৫ দফা দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে ২১ দফায় রূপ নেয়। এই দাবিগুলোর মধ্যে ছিল পৃথক শিক্ষা বোর্ড, উন্নত বিমানবন্দর, রেল যোগাযোগ সম্প্রসারণ, পানি সরবরাহ, শিল্পোন্নয়ন ও বন্দর আধুনিকায়ন। রাজপথ অবরোধ, হরতাল, গণঅবস্থান, মিছিল-মিটিং—সবকিছুতেই সামনে ছিলেন ব্যারিস্টার মনোয়ার। তাঁর সাহসী নেতৃত্বে চট্টগ্রামের জনগণ নিজের অধিকারের জন্য সোচ্চার হয়। এর ফলেই আজ আমরা দেখতে পাই বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, পৃথক শিক্ষা বোর্ড, উন্নত বিমানবন্দর, ফ্লাইওভারসহ বহু উন্নয়ন প্রকল্পের বাস্তব রূপ। কিন্তু আজও চট্টগ্রামের সেই মূল স্বপ্ন, একটি আধুনিক, বাসযোগ্য, পরিকল্পিত বিশ্বমানের নগরী গড়ার কাজ অসমাপ্ত। এখন প্রয়োজন দূরদর্শী নেতৃত্বের—যিনি কেবল রাজনীতি নয়, উন্নয়নকে জীবনমন্ত্র মনে করেন। এই প্রেক্ষাপটে ব্যারিস্টার মনোয়ার হোসেনের জন্মদিন আমাদের কাছে হয়ে উঠেছে নতুন করে শপথ গ্রহণের দিন। চট্টগ্রাম নাগরিক ফোরাম, যার নেতৃত্বে আছেন ব্যারিস্টার মনোয়ার, আজও সিটি কর্পোরেশন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন প্রকল্প পর্যন্ত জনগণের পক্ষে সোচ্চার। কালুরঘাট নতুন সেতু নির্মাণ, নগরীতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, সার্কিট হাউসের মাঠকে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করা, চট্টগ্রামের জাতীয় শহীদ মিনার পুনঃনির্মাণ—এসব দাবিতে তিনি অক্লান্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার মনোয়ার হোসেনের জীবনী ও সংগ্রাম নিয়ে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে একটি মূল্যবান গ্রন্থ: "অদম্য এক মনোয়ার হোসেন"।
এই বই চট্টগ্রামের রাজপথের ইতিহাসের সাথে সাথে একজন সত্যিকারের উন্নয়ন যোদ্ধার জীবনের কথাও বলে।
আজ তাঁর জন্মদিনে আমরা, চট্টগ্রামের আপামর জনগণ, নতুন করে অঙ্গীকার করি—আমরা ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আধুনিক, বাসযোগ্য, গর্বের চট্টগ্রাম গড়বো। আমরা চাই, তিনি আগামী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হোন। আমাদের এই আহ্বান হবে ঐক্যবদ্ধ, অবিচল এবং দৃঢ়প্রতিজ্ঞ। ঈদের পরে আমরা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নের ঘোষণা দেব ইনশাআল্লাহ।
চট্টগ্রামের উন্নয়নের এই মহাযাত্রায় ব্যারিস্টার মনোয়ার হোসেন শুধু একটি নাম নয়—তিনি একটি অদম্য বিশ্বাস, এক অগ্নিসংগ্রামী স্বপ্নের নাম।
চট্টগ্রামের জন্মের ইতিহাসে যেমন আলাওল, বদরুন্নেসা, স্যার হাট্টন থাকবেন, তেমনি আজকের চট্টগ্রাম উন্নয়নের ইতিহাসে ব্যারিস্টার মনোয়ার হোসেনের নাম অম্লান থাকবে।
আজ তাঁর জন্মদিনে আমরা এই প্রতিশ্রুতি করি—চট্টগ্রাম হবে বিশ্বমানের, গর্বের, আধুনিক এক নগরী।
চট্টগ্রাম হবে চট্টগ্রামবাসীর সম্মানের ঠিকানা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com