গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় একটি বিলাসবহুল রেস্টুরেন্ট হলে চট্টগ্রামের প্রাণবন্ত যুব সংগঠন “চাটগাঁইয়্যা নওজোয়ান”-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। উৎসবের আমেজে ভরা এই আয়োজনে সংগঠনের সদস্য, পরিবার ও বিশিষ্ট অতিথিরা একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে। রেস্টুরেন্টের হলটি সজ্জিত ছিল আলোকসজ্জা, ফেস্টুন ও স্থানীয় শিল্পীদের হাতে আঁকা চট্টগ্রামের দৃশ্যাবলী দিয়ে। সংগঠনের সদস্যরা ঐতিহ্যবাহী চাটগাঁইয়্যা পোশাক পরিধান করে অনুষ্ঠানে অংশ নেন, যা অনুষ্ঠানকে করে তোলে আরও বেশি বর্ণাঢ্য। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল আহমেদ -এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল -এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উদ্যাপন পরিষদ আহ্বায়ক মোঃ রায়হানুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব মুহাম্মদ শহীদুল হক-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের দুই তরুণ প্রতিভা নাসরিন ইসলাম ও মাহবুবুর রহমান সাগর।
বিশেষ অতিথিদের উপস্থিতি-
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “চাটগাঁইয়্যা নওজোয়ান শুধু একটি সংগঠন নয়, এটি চট্টগ্রামের যুবশক্তির প্রাণের ধারক। সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক সংরক্ষণ ও তরুণদের মধ্যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে তাদের কাজ প্রশংসনীয়।” তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ এবং লেখক ও সাংবাদিক কামাল উদ্দিন । রিয়াজ ওয়ায়েজ তার স্বভাবসুলভ সুরেলা কণ্ঠে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন, অন্যদিকে কামাল উদ্দিন চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতিতে তরুণদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী
অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক গান, আধুনিক ও লোকসঙ্গীত পরিবেশন করেন। বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী “চাটগাঁইয়্যা গান” উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সঙ্গীত, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক পর্বটি হয়ে উঠে অনুষ্ঠানের সবচেয়ে প্রাণবন্ত অংশ।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা,-
সংগঠনের নেতৃত্ব জানান, সামনে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কর্মকাণ্ড, সাংস্কৃতিক উৎসব ও যুব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও চট্টগ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
উদ্যাপন পরিষদ আহ্বায়ক মোঃ রায়হানুল ইসলাম চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই মিলনমেলা আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে। আগামীতেও আমরা চট্টগ্রামের উন্নয়ন ও সংস্কৃতি চর্চায় নিবেদিত থাকব।”
এভাবেই সঙ্গীত, আনন্দ ও মিলনের মধ্য দিয়ে শেষ হয় চাটগাঁইয়্যা নওজোয়ান-এর ঈদ পুনর্মিলনীর স্মরণীয় এই আয়োজন।