1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
চোলাই মদ, অস্ত্র আর নদী ডাকাতির একক সম্রাট: বোয়ালখালীর অভিশাপ ওয়াসীম হাটহাজারী পৌরসদরে মাস্ক পরে দোকানে ডা’কাতি, সেনাবাহিনীর এক সদস্য গু’লি’বিদ্ধ কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯ লোহাগাড়ায় বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন :র‌্যালি, সমাবেশ ও প্রাণবন্ত আলোচনা সভা অসহায় নারীদের ছবি প্রকাশ মানবতা ও আইনের চরম লঙ্ঘন” অজুফা আকতার সাথী: সুরের জাদুকরী এক সন্ধ্যা ও পাহাড়ের নিবেদন বান্দর বনের বিবেকবান পথিক: কাজী মোঃ মজিবর রহমান নীলাচলের নীরবতা নীলের বাঁকে সবুজ গান — এক উন্মুক্ত জীবনের দিনে উদয় জ্যোতি বড়ুয়ার জন্মদিনে ত্রৈমাসিক অরুণোদয়ের মানবিক উদ্যোগ

ব্যাটারি রিকশা চালকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ১০, গ্রেপ্তার ৪

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

“নগরীতে তিন ঘণ্টাব্যাপী রণক্ষেত্র: ব্যাটারি রিকশা চালকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ১০, গ্রেপ্তার ৪”
অভিযান চালাতে গিয়ে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিলেন সাহসী ওসি ও তার টিম-
মো.কামাল উদ্দিনঃ
চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকাটি গতকাল দুপুরে পরিণত হয়েছিল এক ভয়াবহ রণক্ষেত্রে। ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও চার্জিং গ্যারেজে প্রশাসনের টানা অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন চালকরা। বিক্ষোভ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়, যা চলে প্রায় তিন ঘণ্টা ধরে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিঅ্যান্ডবি বাহির সিগন্যাল এলাকায় সকাল থেকেই জড়ো হতে থাকেন শতাধিক ব্যাটারি রিকশা চালক। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের শান্তভাবে সরে যেতে বললেও, উত্তেজিত চালকরা ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেলও ব্যবহার করে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি নেতৃত্ব দিয়ে একদিকে চালকদের সঙ্গে সংলাপের চেষ্টা করেন, অন্যদিকে নিজের টিম নিয়ে দৃঢ়ভাবে মাঠে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে ওসি নিজেও সামান্য আহত হন বলে সহকর্মীরা জানিয়েছেন।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মোহাম্মদ আরিফ হোসেন জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় চার্জিং গ্যারেজে অভিযান চালানো হচ্ছে। এতে চালকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই—যা পুলিশ প্রতিহত করেছে। অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তায় ইতোমধ্যেই বেশ কিছু গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, অবৈধভাবে গড়ে ওঠা চার্জিং গ্যারেজগুলো বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। পাশাপাশি সড়কে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত যান চলাচল জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়ম রোধে এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
নগরবাসীর প্রত্যাশা, সরকার ও প্রশাসনের যৌক্তিক পদক্ষেপের পাশাপাশি রিকশাচালকদের সঙ্গেও মানবিক সংলাপ ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করে একটি টেকসই সমাধানের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট